ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

সিরাজগঞ্জে এক রাতে ৪ টি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই রাতে ০৪(চার) টি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলার  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৭.০০ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৫), রাত ৮ টায় রাজাপুর ইউনিয়নের মাঝাইল গ্রামে দশম শ্রেণির ছাত্রী (১৫) এবং রাত ৯ টায়  দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) এবং রাত ১০ টায় দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী(১২) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। চারটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে  প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মোঃ সাইদুর রহমান ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

ads

Our Facebook Page